মাগুরায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়ালো। জেলায় গতকাল শনিবার নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ১ হাজার ৪ জনে। এদিকে নতুন করে ১ জনসহ সুস্থ হয়েছে ৯৫৬জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গেছে ১৯ জন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা মাগুরার খবরকে জানান, শনিবার জেলায় নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪ জন। মোট সুস্থ হয়েছে ৯৫৬জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। আক্রান্তদের ৩জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ২২ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মাগুরা থেকে ৪ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে। শনিবার পর্যন্ত ৫৪২৮ জনের নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে রির্পোট পাওয়া গেছে ৫১৭৩ জনের।