মাগুরায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে রবিবার দুপুরে পল্লী সমাজের নারীদের নিয়ে পারনান্দুয়ালী গ্রামে সভা অনুষ্ঠিত হয়েছে ।
স্বাস্থ্যবিধি মেনে পল্লী নারীদের সচেতন করতে নারী ও শিশু নির্যাতন,যৌতুক,বাল্যবিবাহ,নারীর প্রতি সহিংসতা এবং করোনা ভাইরাস প্রতিরোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী এ সভার আয়োজন করে ।
সভায় ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ত্রিদীব গোলদার,জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠকর্মী সাবরিনা আক্তার বক্তব্য রাখেন । সভায় নারী ও শিশু নির্যাতন এবং করোনা ভাইরাস প্রতিরোধে বক্তারা নানা সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন । সভায় ব্র্যাক পল্লী সমাজের ২০ জন নারী সদস্য অংশ নেয় । শেষে স্বাস্থ্য সম্মতভাবে কিভাবে হাত ধুতে হয় তা নারীদের শেখানো হয় ।