‘ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান’ এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান ও নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছে উপজেলা স্বাস্থ্য সহকারীরা।
আজ রবিবার সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ্ এ্যাসিন্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তারা এ কর্মবিরতি পালন করে। কর্মবিরতিতে উপজেলার ৮ ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এ্যাসিন্ট্যান্ট এসোসিয়েশনের শ্রীপুর শাখার সভাপতি মজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিকদার জামিরুল ইসলাম। বক্তারা বলেন, বাংলাদেশে ইপিআইসহ বিভিন্ন ভ্যাকসিন কার্যক্রমের সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে তার দাবিদার মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এসব স্বাস্থ্যকর্মীরা এখনো অবহেলিত। সরকারের প্রতি অবিলম্বে ১৩ তম গ্রেড প্রদান ও নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান তারা।