মাগুরা শালিখা উপজেলায় আড়য়াকান্দি এলাকায় বৃহস্পতিবার সকালে আরকে ডোর কারখানায় হামলা চালিয়েছে সংঘবদ্ধ গ্রামবাসী । এ সময় কারখানার অফিস কক্ষ ভাংচুর ,ল্যাপটপসহ অফিসে থাকা নগদ ৮-১০ লক্ষ টাকা লুট হয়েছে বলে দাবী করছে কারখানা কতৃপক্ষ । এ ঘটনায় পুলিশ শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ৯ জনকে আটক করেছে ।আজ ০৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সীমাখালি বাজারের পাশে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
সরজমিন গিয়ে কথা হয় আরকে ডোর কারখানায় সত্ত্বাধিকারী জুয়েল হোসেন সাথে । তিনি জানান,বুধবার বিকালে আমার কারখানার একটি মাল বোঝাই ট্রাক সীমাখালী বাজার দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে হরিশপুর গ্রামের রেজাউলের সাথে ট্রাকের ড্রাইভারের কথা কাটাকাটি হয় । এ সময় রেজাউল আমার ট্রাকের ড্রাইভারের উপর হামলা চালিয়ে আহত করে । এরই ঘটনার সূত্র ধরে হরিশপুর গ্রামের জসিম মেম্বার,আ: আজিজ,তরিকুল ,হুমায়ন,করিব ও আলমগীরের নেতৃত্বে প্রায় ২ শতাধিক লোক বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আমার চালু কারখানায় হামলা চালায় । এ সময় তারা আমার কারখানার জানালা,দরজার গ্লাস ভাংচুর করে ।