আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে তিনটি সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে মোট ১১ জন নারী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানান সংরক্ষিত এক নং ওয়ার্ডে ৪ জন, দুই নং ওয়ার্ডে ৩ এবং তিন নং ওয়ার্ডে ৪ জন নারী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এক নং ওয়ার্ডে (সাধারণ ১, ২ ও ৩ নং ওয়ার্ড মিলে) মনোনয়ন জমা দিলেন যারা
১. ছোবেতারা বেগম (রায়গ্রাম)
২. মর্জিনা ইয়াসমিন (ঘোড়ামারা)
৩. সৈয়দা কোবরা জাহান শিমু (রায়গ্রাম)
৪. ফরিদা রহমান (সাজিয়াড়া)
দুই নং ওয়ার্ডে (সাধারণ ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মিলে) মনোনয়ন জমা দিলেন যারা
১. সুরাইয়া ফেরদৌসি (পারনান্দুয়ালী বৃত্তিপাড়া)
২. মীরা বেগম (মোল্লা পাড়া)
৩. পারভিন আক্তার (তাঁতি পাড়া)
তিন নং ওয়ার্ডে (সাধারণ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মিলে) মনোনয়ন জমা দিলেন যারা
১. অনিতা রানী (জেলা পাড়া)
২. মনিরা বেগম (নান্দুয়ালী স্কুল পাড়া)
৩. হাসি রানী বিশ্বাস (নান্দুয়ালী আশ্রম পাড়া)
৪. মরিয়ম বেগম (নান্দুয়ালী পূর্বপাড়া)