মাগুরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ সোমবার সকাল ১০টায় জেলা পুলিশ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো ইব্রাহীম, সহকারি পুলিশ সুপার আবির শুভ্র, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন।
নবাগত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মাদক, জঙ্গী তৎপরতা রোধের পাশাপাশি জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সবসময় কাজ করবে। মাগুরার মানুষের কল্যানে সরকার তাকে নিয়োগ করেছেন, এ গুরু দ্বায়িত্ব পালনে তিনি নিজেকে সর্বাত্বক নিয়োজিত রাখার কথা উল্লেখ করে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের উপর জোর দেন। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অধ্যাপক সাইদুর রহমান, এম এ হাকিম, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক,শরীফ তেহরান টুটুল, এড, মোখলেসুর রহমান, রূপক আইস,রাশেদ খান, আশিক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।