মাগুরার মহম্মদপুরে দুই শতাধিক ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের বাহিরচর গ্রাম থেকে ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করে মহম্মদপুর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে মহম্মদপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাগুরা শহরের দিক থেকে আসা ঢাকা মেট্রো গ ১২-২৩৪৮ নম্বরের প্রাইভেট কার উপজেলার বাবুখালী ইউনিয়নের বাহিরচর গ্রামে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে রাখা চারটি বাজারের ব্যাগে রাখা ২২৮ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। এসময় গাড়ির চালক পালিয়ে যান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বলেন, মেহেরপুর থেকে গাড়িটি ঢাকায় যাচ্ছিল বলে খবর পাওয়া গেছে। গাড়ির নিবন্ধন যাচাই করে এর মালিকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে গাড়ির মালিক ও চালককে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।