মাগুরা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার রয়ে গেছে সনাতন পদ্ধতিতে। ডিজিটাল প্রচারে অল্পকিছু প্রার্থী এগিয়ে এলেও নেই বৃহৎ অংশে।
ডিজিটাল প্রচারনা যেমন সহজ এবং ভোটারদের কাছে হয় আকর্ষনীয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সহজে প্রচার করা যায়। দেশের বড় শহর বিশেষ করে ঢাকাতে এরকম প্রচার লক্ষ্য করা গেছে। এছাড়া বিভাগীয় শহরে সংসদ থেকে মেয়র নির্বাচনে ডিজিটাল প্রচারনা প্রার্থীদের ভোট এগিয়ে নিয়ে গেছে।
ভিডিও প্রচার,ফেসবুকে বুস্ট,অনলাইনে নিজের নামে একাউন্ট খুলে ভোটের প্রচারনা এখন দেশ-বিদেশে জনপ্রিয়তা পেয়েছে।সেদিক বিবেচনা করলে মাগুরা পৌরসভার প্রার্থীরা অনেক পিছিয়ে।
মাগুরা পৌরসভা নির্বাচনে সনাতন পদ্ধতিতে প্রচারনা একদিকে যেমন বড় ধরনের অর্থ খরচ হচ্ছে অন্যদিকে মাইকে প্রচারনায় শব্দ দূষনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এতে ভোটার রা বিরক্তপ্রকাশ সহ ভোট চাওয়ার প্রচারনার সংশোধন মূলক পদ্ধতি চাইছেন।
লিফলেট এবং পোস্টারে পরিবেশ যেমন খারাপ হচ্ছে। সড়কে পড়ে থাকা এসব প্রচার মূলক জিনিসপত্রে নোংরা করছে পৌর এলাকা।
ডিজিটাল প্রচারে কিছু প্রার্থীর কর্মকান্ড ইতিমধ্যে ভোটারদের আকর্ষন করতে সমর্থ হয়েছে।
যার মধ্যে রয়েছে ৯.৭.৫ ওয়ার্ডের হাতে গোনা কজন কমিশনার প্রার্থী।