মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল পুনরায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ৩৯ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্দি বিএনপির ইকবাল আখতার খান কাফুর ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট। অপর মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মশিউর রহমান হাতপাখা প্রতিকে পেয়েছেন- ৩ হাজার ৩৪৫ ভোট। মেয়র পদে মোট ভোট প্রদানের হার শতকরা ৬৩.৭০ ভাগ। রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম তার কার্যালয়ে শনিবার রাত সাড়ে ৮ টা সময় চুড়ান্ত এ ফলাফল ঘোষণা করেন।বিগত নির্বাচনে খুরশিদ হায়দার টুটুল বিএনপির একই প্রার্থীর সাথে প্রতিদ্ধন্দিতা করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ১৬ জানুয়ারি শনিবার এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনেরএক প্রার্থীসহ তিনজন, ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জনসহ মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ৩৫ টি কেন্দ্রে ২০৮৯ টি কক্ষে ভোট গ্রহন করা হয়। মাগুরা প্রথম শ্রেণীর এ পৌরসভার মোট ভোটার ৭৬ হাজার ৮৯৩ জন।