মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের শতখালী এলাকায় সড়ক দুঘটনায় ট্রাক ও মামুন পরিবহনের মুখমুখি সংঘর্ষে মিলন বিশ্বাস (৩৫) নামের ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।নিহত মিলন বাঘার পাড়া থানার পলির হাট গ্রামের বুধুই বিশ্বাসের ছেলে।
আজ ১৭ জানুয়ারী রবিবার বিকালে শালিখা উপজেলা শতখালী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীরা জানিয়েছে,যশোর নওয়াপাড়া থেকে কয়লা বুঝাই করে শতখালী তানিয়া ব্রিকসে আসছিল ট্রাকটি পথি মধ্যে শতখালী এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাক ড্রাভার মিলন গুরুত্বর আহত। তাকে প্রথমে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করেন। এছাড়া আহত হয়েছেন ট্রাক ও বাসের হেলপার তাদের চিকিৎসার জন্য যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার এস আই মো: শফিক আহমেদ বলেন, শতখালী এ আর জুট মিলের সামনে ট্রাক ও পরিবহনের মুখমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। ট্রাক ও পরিবহন উদ্ধারের কাজ চলছে।