সারা দেশে জেলা পর্যায়ে করোনা টিকা দেয়া শুরু হবে ৭ ফেব্রুয়ারী থেকে। ঐ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ থেকে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন হবে বলে জানা গেছে মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে।
মাগুরা সদর হাসপাতালে করোনা টিকা দিতে মোট বুথ হবে ৮ টি। আলাদা একটি বুথ হতে পারে পুলিশ বিভাগের জন্য। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি বুথের মাধ্যমে শুরু হবে করোনা ভ্যাকসিন দেয়া কার্যক্রম।
মাগুরার সিভিল সার্জন ডা শহিদুল দেওয়ান মাগুরার খবরকে জানান, এই টিকা পুরোপুরি নিরাপদ। এর কোন পাশ্ব প্রতিক্রিয়া এ পর্যন্ত পাওয়া যায় নি। তাই টিকা নিতে ভয়ের কোন কারন নেই।
তিনি আরও বলেন,মাগুরায় ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা কবে থেকে দেয়া হবে তার নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মাগুরায় করোনা টিকা দিতে সদর হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মোট ২২ জন সেবিকা এই টিকা দিতে প্রস্তুত। বেলা ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা দেয়া কার্যক্রম চলবে। যাদের নাম তালিকাভুক্ত শুধু তারাই প্রথম পর্যায়ে এ টিকা নিতে পারবে। মাগুরার্ গত ২৯ জানুয়ারী ২৪ হাজার করোনা টিকা এসেছে। পর্যায়ক্রমে টিকা আসতে থাকবে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।