করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের প্রথম দিনে মাগুরায় ৩০২ জন টিকা নিয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে নিয়েছেন ১৮০ জন। এছাড়া মহম্মদপুরে ৬৪, শালিখায় ৩৮ ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার বেলা ১১টায় মাগুরা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ সাইফুজ্জামান শিখর। একই সময়ে বাকি তিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম শুরু হয়।
সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান জানান, প্রথম দিনে টিকা নেওয়া ৩০২ জনের মধ্যে ২২৪ জন পুরুষ ও ৭৮ জন নারী। তিনি বলেন প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সদর হাসপাতাল ও তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম চলবে। প্রথম পর্যায়ে সরকার নির্ধারিত ১৫ ক্যাটাগরির মানুষ নিবন্ধন করে টিকা নেওয়ার সুযোগ পাচ্ছেন