এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি সবার কাছে পৌঁছে গিয়েছে। গান প্রকাশের ৩৯ বছর পর বেরিয়ে এলো এর আসল তথ্য।
এটি ছিল জহিরুল হক পরিচালিত ‘প্রাণ সজনী’ ছবির গান। এর সুরকার ও সংগীত পরিচালক ছিলেন আলম খান।
গীতিকার হিসেবে এতদিন লেখা থাকতো মনিরুজ্জামান মনিরের নাম। কিন্তু, এ গানের আসল গীতিকার হচ্ছেন সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী। প্রয়াত এই শিল্পী-গীতিকারের মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কপিরাইট অফিস এ সিদ্ধান্ত দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে কপিরাইট অফিস “ডাক দিয়াছেন দয়াল আমারে” গানের গীতিকার হিসেবে সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীকে স্বীকৃতি দিয়ে কপিরাইট সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে আছে। তার মেয়ে বিদেশে থাকায় নিতে আসেননি। এলেই দিয়ে দেব,’ যোগ করেন তিনি।
এন্ড্রু কিশোর চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন ১৯৭৭ সালে। তার দুই বছর পর ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি গেয়েছিলেন তিনি।