‘এসো রাঙি ভালোবাসায়’ এই শ্লোগানে মাগুরায় বসন্ত উৎসব করেছে প্রথম আলো বন্ধুসভা। ফাগুণের প্রথম দিন টি উদযাপন করতে বাউল গান ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়। রোববার বেলা ১১টায় মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে আয়োজন উপভোগ করেন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বন্ধুসভার মেহেদী উৎসবে বিভিন্ন বয়সীদের সরব উপস্থিতি ছিল
সকালে উৎসবের উদ্বোধন করেন সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক নিয়ামুল করীম লিটু,সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সহকারী অধ্যাপক খান শফিউল্লাহ,সাংবাদিক শামীম আহমেদ খান, মাগুরা বন্ধুসভার আহ্বায়ক সাবিনা খাতুন, প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান প্রমুখ।
বসন্ত উৎসবের অন্যতম চমক ছিল বাউল সঙ্গীত
আলোচনা সভার পর সংগীত পরিবেশন করেন মাগুরা বাউল একাডেমীর শিল্পীরা। একই সাথে চলে মেহেদী উৎসব। এতে অংশ নেয় কলেজে আগত মেয়ে ও শিশুরা। এ সময় নতুন বন্ধুরা মাগুরা বন্ধুসভার সাথে যুক্ত হওয়ার সুযোগপায়।
মেহেদী দিচ্ছেন বন্ধুসভার সদস্যরা।